চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার মৌমিতার জন্য ঢাকায় শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৪ ১০:২১ : পূর্বাহ্ণ

 

কলকাতার আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকা-ের বিচারের দাবিতে এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

 

শুক্রবার (১৬ই আগস্ট) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা ভিসি ভবন, শহীদ মিনার হয়ে আবারো রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে মৌমিতার শোকে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থিরা।

 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা বলেন, কলকাতায় ঘটে যাওয়া মৌমিতা ধর্ষণ ও হত্যাকা-কে আমরা ঘৃণ্যভাবে দেখি। আমরা এই বর্বরোচিত ঘটনার নিন্দা এবং এর বিচারের দাবি জানাই।

 

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে নারীদের যেসব ধর্ষণ ও হেনস্তার ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানাই। আমরা এই আস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখি। আশা করি তারা এই আস্থা ধরে রেখে এসব মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করবে।

 

 

Print Friendly and PDF