চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ১টি ফাড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু

প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৪ ৩:৩২ : অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। আজ সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে এবং পাশাপাশি ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ১টি পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস এ সকল কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

পুলিশ সুপার সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো: মুকিত হাসান খাঁন, ট্রাফিক ইন্সেপেক্টর (শহর যানবাহন) সাইফুল ইসলাম চৌধুরী।
পিরোজপুরের পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, পিরোজপুর জেলার ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতদিন শিক্ষার্থী, বিএনসিসি’র সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রনের কাজ করেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট এর খবর পেলে সাথে সাথে আমাকে সহ পুলিশকে জানাবেন আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো।

Print Friendly and PDF