চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় নিহত  শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৪ ১০:৩০ : পূর্বাহ্ণ

 

মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন ও আইনশৃঙ্খলার বিদ্যমান পরিস্থিতি এবং স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে নিহত  শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় নওগাঁর মান্দায় আলোচনাসভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চকভোলাই ঈদগাহ মাঠে নূরুল্যাবাদ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

 

 

এসময় নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন সরকার নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৯-নওগাঁ ৪ (মান্দা) আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ সাদিকুল ইসলাম (সোহাগ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুক্তার হোসেন,৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ আহম্মেদ সুমন,জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন শাহ প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জাহিদ হোসেন,লুৎফর রহমান, নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ছাত্র নেতা জুয়েল রানা, নূরুল্যাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাসেল, যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক উজ্জল এবং ৫ নং ওয়ার্ড মৎসজীবি দলের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমূখ।

 

Print Friendly and PDF