চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ৫ জেলায় ঝড় হতে পারে

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৪ ১১:৫৫ : পূর্বাহ্ণ

 

দেশের পাঁচ জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পাওে বলে পূর্বাভাস দিয়েছে আবহওয়া অফিস।  সেই সাথে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (১০ই আগষ্ট) সকাল ৯টা  থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এতে বলা হয় বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম সমূহের উপর দিয়ে দক্ষিন ও দক্ষিনপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অ¯’ায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার আরেক পূর্বাভাস বলা হয়, রংপুর, ময়মনসিংহ,খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অ¯’ায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

এছাড়াও পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্ত।

 

Print Friendly and PDF