চট্টগ্রাম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে জেলা আওয়ামীলীগের ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

প্রকাশ: ৪ আগস্ট, ২০২৪ ১০:৫৭ : পূর্বাহ্ণ

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের এক জরুরী মত বিনিময় সভা করেছে জেলা আওয়ামীলীগ। আজ বেলা ১১:৩০ মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভার সভপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল।

 

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল  বিশ্বাস, সহ সভাপতি এ্যাড. রাজ্জাক খান বাদশা, সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মজিবর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক সুমন সিকদার। এসময় ছাত্রলীগ, যুববলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সাধারণ সম্পাদক  কানাই লাল বিশ্বাস তার বক্তব্যে জানান বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি জামায়াত শিবির ছাত্রদলের ধ্বংসাত্মক কর্মকান্ড মোকাবেলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল বলেন সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের এবং স্বাধীনতার স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

Print Friendly and PDF