চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই, ২০২৪ ১:৪৬ : অপরাহ্ণ

সাম্প্রতিক চীন সফরে নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকাল ৪টায় গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত ৮ জুলাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী, গত বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ার পর সফরসূচিতে পরিবর্তন এনে একদিন আগে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

৮ থেকে ১০ জুলাই পর্যন্ত বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময়, প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন শেখ হাসিনা।

সরকারপ্রধানের সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক সই ও সাতটি প্রকল্প ঘোষণা করা হয়।

সূত্র:যমুনা টিভি অনলাইন

Print Friendly and PDF