চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার অনুশীলনে ফিরলেন মেসি

প্রকাশ: ২ জুলাই, ২০২৪ ৫:১২ : অপরাহ্ণ

 

সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ের প্রস্তুতি পর্বে সুখবর পেল আর্জেন্টিনা। দলীয় অনুশীলনে ফিরলেন চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার ‘বি’ গ্রুপ রানার্সআপ একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে মহাদেশীয় এই প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল লিওনেল স্কালোনির দল।

চিলির বিপক্ষে ম‍্যাচে ঊরুতে চোট পাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি। পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচের পুরোটা সময় ছিলেন বেঞ্চে।

Print Friendly and PDF