চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোপায় প্যারাগুয়েকে হারিয়েছে ব্রাজিল

প্রকাশ: ২৯ জুন, ২০২৪ ১১:০০ : পূর্বাহ্ণ

 

শনিবার (২৯ শে জুন) কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষকে ৪-১ গোলে পরাজিত করেছে তারা। এর আগে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ার্টারের দৌঁড় থেকে ছিটকে যাওয়ার শঙ্কা থেকে নিজেদের সামলে নেয় ব্রাজিলিয়ানরা।

 

এদিন লাস ভেগাসে প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত টিম গেম খেলেছে ব্রাজিল। এতে এবারের আসরে প্রথম জয় পেয়েছে পাঁচবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

 

দিনের আগের ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ডি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে ব্রাজিলিয়ানদের উপর বেড়ে যায় সেই চাপ। তবে দুর্দান্ত দলগত পারফরম্যান্সে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে কোপার নয়বারের চ্যাম্পিয়নরা। এতে কোয়ার্টারের দৌড়ে বেশ ভালো ভাবে টিকে রইল ব্রাজিল।

 

Print Friendly and PDF