প্রকাশ: ২৩ জুন, ২০২৪ ১০:২০ : পূর্বাহ্ণ
আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা।
রোববার (২৩শে জুন) সকাল ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। পরে দলের অন্যান্য নেতারাও শ্রদ্ধা জানান।
১৯৪৯ সালের ২৩শে জুন পুরনো ঢাকার রোজ গার্ডেন প্যালেসে প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে নাম রাখা হয় আওয়ামী লীগ। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় জনকল্যাণমুখী দল হিসেবে গড়ে ওঠে আওয়ামী লীগ।
তারপর ছেষট্টির ৬ দফা, ’৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯- এর গণঅভ্যুত্থান পেরিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে বাঙালির অধিকার উচ্চারিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে।