চট্টগ্রাম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশ: ২২ জুন, ২০২৪ ৩:৩৪ : অপরাহ্ণ

 

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন।

আজ শনিবার (২২জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির কার্যালয়ের গিয়ে রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম বিশেষ করে উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। তিনি বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্ব। রাষ্ট্রপতি সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ি প্রধানের ভূমিকার প্রশংসা করেন ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন  সেনাবাহিনীর উন্নয়নের এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করবে।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

Print Friendly and PDF