প্রকাশ: ১৯ জুন, ২০২৪ ১১:০১ : পূর্বাহ্ণ
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে জেলার প্রধান চারটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। জেলার দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার এনং তিস্তা নদীর পানি ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (১৯ জুন) সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়াও জেলার ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। দুধকুমার নদের তীরবর্তী ভূরুঙ্গামারী উপজেলার ছিটপাইকের ছড়া ,পাইক ডাঙ্গা, চর-বলদিয়া, নাগেশ্বরী উপজেলার ফান্দের চর এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে, স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।
সূত্র: যমুনা টিভি অনলাইন