চট্টগ্রাম, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যমুনা নদীতে ধরা পড়লো ১৮ কেজির বোয়াল, বিক্রি ২২ হাজারে!

প্রকাশ: ১৮ জুন, ২০২৪ ৪:২১ : অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সেই বোয়াল মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে যমুনা নদীর বলিয়াদাহ আগারি এলাকা থেকে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়।

মাছটি বিক্রি হয়েছে সেই এলাকাতেই। মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, মঙ্গলবার সকালে আমাদের এলাকায় ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। প্রথমে মাছটি ওজন করা হয়। ওজন আসে ১৮ কেজি।

মাছ ক্রেতা সাকিব আরও জানান, মাছটি দেখতে একটি মানুষের সমান। সেই মাছটি তিনি কিনে নেন ২২ হাজার টাকার বিনিময়ে। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। একারণে এমন মাছ পাওয়া যাচ্ছে।

এর আগে, ২০২২ সালে জামালপুরে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে স্থানীয় বাজার জগন্নাথগঞ্জ ঘাটে নেয়ার সময় এক ক্রেতা মাছটি কিনে নেন।

Print Friendly and PDF