চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লিনফিড ছাড়া বিদেশি কন্টেন্ট প্রচার করলে ব্যবস্থা- তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১০ : পূর্বাহ্ণ

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ক্লিনফিড ছাড়া কোন বিদেশি কন্টেন্ট প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি বলেন গণমাধ্যম ডিজিটাইজেশনের জন্য সমন্বিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে কাজ শুরু হয়েছে।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

নীতিমালা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। একইসাথে গণমাধ্যমকর্মীদের পেশার সুরক্ষায় পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা। গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইন করা হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF