প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৩ ১১:২০ : পূর্বাহ্ণ
বান্দরবানে জনগণের চলাচলের জন্য সম্প্রতি খুলে দেয়া হয়েছে টার্মিনাল টানেল। পাহাড়ের মাঝখানে নির্মিত দৃষ্টি নন্দন এই টানেল দিয়ে সহজেই চলাচল করতে পারবে যানবাহন। এতে যাত্রী ও চালকের ভোগান্তি কমার পাশাপাশি সড়কে ফিরবে শৃঙ্খলা। এদিকে, টানেল দেখতে প্রতিদিন ভীড় করছে শত শত পর্যটক।
২০১৮ সালে বান্দরবান শহরের প্রবেশ মুখে পাহাড় কেটে শুরু হয় টানেল নির্মাণ কাজ।গত ২৮শে অক্টোবর টানেলটি উদ্বোধন করা হয়। এর ফলে নতুন বাস টার্মিনালের সাথে পুরাতনটির সংযোগ স্থাপনের পাশাপাশি প্রায় ২ কিলোমিটার দূরুত্ব কমেছে । এতে যানজট কমার পাশাপাশি যাত্রী ও চালকদের ভোগান্তি কমবে বলে আশা করছে স্থানীয়রা।
পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে টানেলের সৌন্দর্য বৃদ্ধির কথা জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীবীর বাহাদুর উশৈসিং।৫শ ফুট দীর্ঘ ও ২৮ মিটার প্রস্থেরএইটানেলটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ কোটি টাকা।