চট্টগ্রাম, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৩ ১০:১৫ : পূর্বাহ্ণ

 

টাঙ্গাইল সদরের বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় আসছিলো। বেতর এলাকায় ট্রেনের ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল সাতটায় ঢাকা থেকে কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে সকাল পৌনে ৮টায় ঘারিন্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এম.কে অনিক বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হবে।

 

 

সুত্র: যমুনা নিউজ

Print Friendly and PDF