প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৩ ১০:৩২ : পূর্বাহ্ণ
নদী ভাঙ্গনের আগাম পূর্বাভাস পাচ্ছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষ। এতে সচেতনতা বাড়ছে এবং মানুষ বাড়িঘর ও সম্পদ রক্ষার সুযোগ পাচ্ছে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ভাঙ্গনের পূর্বাভাস দিচ্ছে। আগাম তথ্য পেয়ে উপকৃত হচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। পাশাপাশি ভাঙ্গন রোধে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর, কৈজুরী ও খুকনী ইউনিয়নের মানুষের জন্য নদীভাঙন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ভাঙনের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হয় এসব এলাকার বাসিন্দাদের।
ভাঙ্গন কবলিতরা জানান, তাদের অসহায়ত্বের কথা নানা মাধ্যমে উঠে এলেও ভাগ্যের পরিবর্তন হয়নি। তবে, চলতি বছর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্টার নেটওয়ার্কে’র সহায়তায় স্থানীয় ‘মানব মুক্তি সংস্থা’ ভাঙ্গন কবলিত এলাকায় বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। এর আওতায় পূর্বাভাস জানার মধ্য দিয়ে সচেতন হয়ে ভাঙন কবলিতদের সম্পদ রক্ষার কৌশল শেখানো হয়েছে। এতে খুশী নদীপাড়ের বাসিন্দারা।
নদী তীরবর্তী মানুষদের সচেতন করার পাশাপাশি নতুন ঠিকানা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
গত ২০শে আগস্ট শুরু হয়ে প্রকল্পটি ৫ই অক্টোবর শেষ হয়। ৪৫ দিনের এই কর্মসূচির আওতায় ভাঙ্গন কবলিত ১১৫টি পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তাও দেয়া হয়।
সূত্র – বৈশাখী অনলাইন