চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং চ্যাম্পিয়ন ক্লাব নির্বাচিত

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৩ ৯:৫০ : পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সংগঠন রোটার‍্যাক্ট এর বাংলাদেশের অন্যতম প্রাচীন ক্লাব রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং চ্যাম্পিয়ন ক্লাব নির্বাচিত হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১৯টি পুরষ্কার তারা গ্রহণ করে।চট্টগ্রামস্থ এলজিইডি ভবনে গত ৬ই অক্টোবর রোটার‍্যাক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ এর ২০২২-২৩ রোটারী বর্ষের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। আয়োজনের উদ্বোধনী পর্বে উদ্বোধক জেলা গভর্ণর ইঞ্জি: মতিউর রহমান, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন ও সমাপনী পর্বে সাংসদ নোমান আল মাহমুদ। বেস্ট ডিস্ট্রিক্ট অফিশিয়াল সাবেক সভাপতি রোটা: শফিকুল ইসলাম রিফাত, বেস্ট ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর সাবেক সভাপতি শাহাদাত হোসেন মুন্না, বেস্ট রোটার‍্যাক্টর রোটা: আরিফুর রহমান, বেস্ট প্রেসিডেন্ট রোটা: আজাদ খান ও বেস্ট সেক্রেটারি নির্বাচিত হয় রোটা: আশেক রসুল রাহাত।
প্রফেশনাল সার্ভিস, কমিউনিটি সার্ভিস, আইসিটি সার্ভিস, ট্রেজারার, ক্লাব ভিজিটর, বেস্ট এম সি আর রির্পোটিং, ১০০% নিয়মিত সভা, মেম্বারশিপ ডেভেলপমেন্ট এওয়ার্ড, ডি আর আর ভিজিট এওয়ার্ড সহ বিভিন্ন ক্যাটাগরিতে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং পুরষ্কৃত হয়। উল্লেখ্য যে, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা: ওয়াহেদ আল মামুন এর নেতৃত্বে ২৪জন সদস্য নিয়ে ১৯৭৭-৭৮ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং প্রতিষ্ঠিত হয়। যেটি দেশের ৮ম প্রাচীন ও প্রস্তাবনায় ১ম, প্রতিষ্ঠায় ২য় ক্লাব হিসেবে পরিচিত। ক্লাবের বর্তমান জৈষ্ঠ সভাপতি রোটার‍্যাক্টর শফিকুল ইসলাম রিফাত এই অর্জনে যাদের সম্পৃক্ততা তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।

Print Friendly and PDF