প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৩ ১০:২০ : পূর্বাহ্ণ
সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে অতি বৃষ্টিতে কৃষির বিপুল ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে। বহু পুকুরের পানি উপচে মাছ ভেসে গেছে। খামার মালিকদের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ২২ হাজার। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে স্থানীয় মৎস বিভাগ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর মটবাড়ি গ্রামের যুবক তাজুল ইসলাম। প্রবাস জীবন ছেড়ে ২০০২ সাল থেকে শুরু করেন মাছ চাষ। আসে সফলতাও। কিন্তু গত বৃহস্পতিবার রেকর্ড পরিমান বৃষ্টির পানিতে ভেসে গেছে তাঁর ৩২ একর পুকুরের ১৬ কোটি টাকার মাছ।
তাজুল ইসলামের মতো জেলার ২২ হাজার খামারীর ৪১ হাজার পুকুরের মাছ ভেসে গেছে বানের পানিতে। পানিতে এখনও তলিয়ে রয়েছে সাড়ে ১১ হাজার হেক্টর জমির আমন ধান।
ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারীর তালিকা করে প্রণোদনার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানোর কথা জানিয়েছেন স্থানীয় মৎস বিভাগ।
জেলায় গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে মৎস্য, ধান, সবজি ক্ষেতের পাশাপাশি রাস্তা, কালভার্ট এবং শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র – বৈশাখী অনলাইন