চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৩ ১০:৩০ : পূর্বাহ্ণ

 

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে। রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেরও চিত্র প্রায় একই।

দিনভর বৃষ্টিতে বৃহস্পতিবার) তীব্র যানজটে নগরবাসী নাকাল হলেও শুক্রবার সপ্তাহিক ছুটিরদিন হওয়ায় রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। তবে টানা বৃষ্টিতে জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। যারা জরুরি কাজে ঘর থেকে বেরিয়েছেন তারা পড়েন বিপাকে। বিশেষ করে শহরের ছিন্নমূল মানুষগুলো পড়েছেন চরম ভোগান্তিতে।

 

 

রাজধানীর যাত্রাবাড়ী, পুরান ঢাকা, ফার্মগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী, বনানী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, চলমান বৃষ্টির কারণে এসব এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন অলিগলিতে যান চলাচলে সমস্যা হচ্ছে। সবমিলিয়ে ভোগান্তি চরমে।

এদিকে ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

Print Friendly and PDF