প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫৮ : অপরাহ্ণ
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: শার্শায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উদ্যোগে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প আয়োজিত শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ম সচিব ও পরিচালক মো. শাহা আলম সর্দার।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (উপসচিব) ড. নুরুল আমিন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম সহ স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে সনদ প্রদান করা হয়।