প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩০ : পূর্বাহ্ণ
সেপ্টেম্বর মাস হচ্ছে রোটারীর প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা মূলক মাস৷ এই মাসকে অর্থপূর্ণ করতে রোটারী ক্লাব অব চিটাগং এর উদ্যোগে ও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এর সহযোগিতায় ষোলশহরস্থ চারুলতা বিদ্যাপীঠে ১২০+ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় হোয়াইট বোর্ড, পেন্সিল, রাবার, শার্পনার, কলম এবং খাতা।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগং এর সভাপতি অধ্যাপক ডা: মুনির আহসান খান, সাবেক সভাপতি অধ্যাপক ডা: আবুল কাশেম, এসিস্ট্যান্ট গভর্ণর অধ্যাপক ডা: আকবর হুসাইন ভুঁইয়া, ক্লাব সচিব তাজুল ইসলাম ভুঁইয়া। আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এর সভাপতি রোটার্যাক্টর আরিফুর রহমান, সচিব রোটার্যাক্টর আশরাফুল হক আকিব, রোটার্যাক্টর নাজমুল, রোটার্যাক্টর রাকিব সহ বিদ্যাপীঠের সভাপতি ও শিক্ষকবৃন্দ।