চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করল পাঁচটি তথ্যচিত্র

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৪ : পূর্বাহ্ণ

 

সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশিক্ষণ, শিল্পায়ন, স্বাস্থ্য সেবা, ডিজিটালাইজেশন, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ও তাদেরকে এসব বিষয় জানাতে পাঁচটি তথ্যচিত্র তৈরি করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র। বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটির কর্ণফুলী টানেল, পতেঙ্গা সমুদ্র সৈকত, উত্তর কাট্টলী বেড়িবাঁদ এলাকায় এগুলোর দৃশ্যধারণ করা হয়েছে।

 

তথ্যচিত্রগুলো হল ‘সরল উক্তি’, ‘টিসিবির পণ্য আমাদের জন্য’, ‘বঙ্গবন্ধু শিল্পনগর’, ‘আমার পাশে কমিউনিটি ক্লিনিক’ ও ‘কর্ণফুলী টানেল’।

এগুলো প্রযোজনা করেছেন বিটিভির সহযোগী প্রযোজক জামাল উদ্দিন জয়।

অভিনয় করেছেন গোলাম মাওলা জসিম, মোশারফ ভূঁইয়া পলাশ, ইফরাদ আবেদ, বাপ্পি হায়দার, আবদুল মান্নান, আশিক আরেফিন, সায়েম উদ্দিন, আউয়াল খান শাহিন, মাহাতাব উদ্দিন, মোশাররফ হোসেন বেপারী এবং মোহাম্মদ আলী।

 

Print Friendly and PDF