চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প “সুস্থতার প্রত্যয়” অনুষ্ঠিত

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৪ : পূর্বাহ্ণ

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটি, রোটার‍্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি, প্রজন্মের সুস্থতা এবং আলোকিত শিখা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং রোটারী ক্লাব অব চিটাগং ও রোটারী ক্লাব অব চিটাগং মেরিন সিটির সহযোগিতায় ১ সেপ্টেম্বর ২০২৩ইং, রোজ শুক্রবার সীতাকুন্ড’র জামিউল উলুম নঈমীয়া আশরাফিয়া সুন্নিয়া মাদ্রাসা স্কুল মাঠস্থ মোড়ে  ছিন্নমূল বসতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প “সুস্থতার প্রত্যয়” অনুষ্ঠিত হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর পক্ষ থেকে বিনামূল্যে প্রায় ১২০+ মানুষের ব্লাড গ্রুপ টেস্ট এবং ৮০+ মানুষের ডায়াবেটিস টেস্ট করানো হয়। রোটার‍্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি এর পক্ষ থেকে ফ্রি ডাক্তারী পরামর্শ, ঔষধ সরবরাহ এবং ফ্রি ব্লাড প্রেশার টেস্ট করানো হয়। রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটির পক্ষ থেকে হেপাটাইটিস বি নিয়ে সচেতনমূলক সেশন পরিচালনা করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান প্রফেসর ডাঃ আকবর হোসাইন ভূইয়া, রোটারী ক্লাব অব চিটাগং এর বর্তমান সভাপতি প্রফেসর ডাঃ মুনির আহসান খান, রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটির সভাপতি ইলেক্ট আতাউর রহমান বাপ্পি, সেশন স্পিকার মো: নাজমুল। রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং সাবেক সভাপতি শাহাদাত হোসাইন, সভাপতি আরিফুর রহমান, সেক্রেটারি আশরাফুল হক আকিব, এমরান আহমেদ তামিম, আবরার মাহি ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। রোটার‍্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ আকাশ, প্রমিথ সহ ডাক্তারগণ ও ক্লাবের সদস্যরা। রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং মেরিন সিটি ক্লাবের সভাপতি মেহেরুন নেছা আলিফ, সেক্রেটারি আরিফসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF