চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য গঠিত লায়ন্স জেলা গভর্নরের ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৩ ২:২৬ : অপরাহ্ণ

বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য গঠিত লায়ন্স জেলা গভর্নরের ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। ক্লাব সভাপতি লায়ন বাবুল কান্তি লালার সভাপতিত্বে চিটাগং সিনিয়র্স ক্লাবে শনিবার, ১৯ আগস্ট ২০২৩ অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ নিয়মিত সভায় সদস্যদের পক্ষ থেকে  পঞ্চাশ হাজার টাকার নগদ অনুদান তুলে দেয়া হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং-এর প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেকের ব্যবস্থাপনায় ও নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরীর হাতে এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন।
এ উপলক্ষে লায়ন কামরুন মালেক বলেন, অসহায় হতদরিদ্র দুর্গত মানবতার পাশে দাঁড়ানো-ই লায়নিজমের শিক্ষা। যেখানেই কোন প্রয়োজন দেখা দেয়, সে সমস্যা সমাধানে সেখানেই একজন লায়নের দেখা মিলে। প্রবল বৃষ্টিজনিত পাহাড়ি ঢল ও বন্যাজলে চট্টগ্রামের সাতকানিয়া, বান্দরবান সহ মহানগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বহু মানুষ মানবেতর দিনযাপন করছে। এমতাবস্থায় মানবতার প্রতি হাত বাড়িয়ে দিতে মাননীয় জেলা গভর্নরের আহ্বানে আমরা অংশগ্রহণমূলক এ অনুদান প্রদান করছি।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী ও কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার্স লায়ন মোঃ মোসলেহ উদ্দীন খান, লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডাঃ মেসবাহ উদ্দীন তুহিন, জোন চেয়ারপার্সন লায়ন আবদুর রব শাহীন, সদ্যপ্রাক্তন সভাপতি ও জোন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, সভাপতি লায়ন বাবুল কান্তি লালা, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ নাজমুল শাকের, ক্লাব সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী এবং ট্রেজারার লায়ন বাসুদেব সিনহা।
সভায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জিএলটি ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর লায়ন এস এম আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, জিইটি ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর লায়ন নিশাত ইমরান, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন আলহাজ্ব মোঃ নুরুল আলম, গভর্নর এডভাইজার লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার্স লায়ন মোঃ মোসলেহ উদ্দীন খান, লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন রাজিব সিনহা, লায়ন মোঃ ইসমাইল চৌধুরী, লায়ন মির্জা মোহাম্মদ আকবর আলী, লায়ন হারুণ ইউসুফ, লায়ন আরিফ আহমেদ, লায়ন শাহেদুল ইসলাম, লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এস এম আবু তৈয়ব, লায়ন পারভিন মাহমুদ এফসিএ, লায়ন সোহেলা রহমান মাহমুদ, লায়ন একেএম আবদুল মুকিত, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন এম এইচ রহমান, লায়ন এম এইচ রানা, লায়ন এস কে পালিত, লায়ন সাধন কুমার ধর, লায়ন আবু নাসের রনি, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নবীউল হক সুমন, লিও ইয়্যুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন শুভ নাজ জিনিয়া, জোন চেয়ারপার্সন লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপি, লায়ন আবদুর রব শাহীন, লায়ন মাঈনুদ্দীন জিলাল সহ জেলা ও ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ।

Print Friendly and PDF