প্রকাশ: ৭ আগস্ট, ২০২৩ ১২:৩৮ : অপরাহ্ণ
চট্টগ্রামে রোববার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আজ রোববার (৬ই আগস্ট) রাত ৮টায় পতেঙ্গা আবহাওয়া অফিস কর্মকর্তা সজল কান্তি দাশ এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। যা পতেঙ্গা আবহাওয়া অফিসের রেকর্ড করা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে আগষ্টে পুরো মাস জুড়ে ৫৩০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলা হয়েছিল। কিন্তু একদিনেই ৩০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
সূত্র – বৈশাখী অনলাইন