চট্টগ্রাম, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র গরমে দুুর্বিষহ জনজীবন

প্রকাশ: ৩ জুন, ২০২৩ ২:৪৫ : অপরাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।

এছাড়া, ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জেলা এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ। স্বাভাবিকের তুলনায় এ মাসে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে। দেশজুড়ে চলমান গরম আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে তীব্র গরম দুর্বিষহ করে তুলেছে জনজীবন। তবে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Print Friendly and PDF