চট্টগ্রাম, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবুধাবি বাংলাদেশ দূতাবাসে এনআইডির পরীক্ষামূলক কার্যক্রম চালু

প্রকাশ: ২ জুন, ২০২৩ ৩:৩৮ : অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (NID) পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালু হয়েছে। যারা দূতাবাসে পরিচয়পত্র (NID)-এর জন্য আবেদন করবেন তাদের অনলাইনে ফরম পূরণ করে আসতে হবে।

আবেদন করতে পাসপোর্ট কপি, জন্ম সনদ, পাসপোট সাইজের একটি ছবি ,শিক্ষাগত যোগ্যতা সনদের অনলাইনে প্রিন্ট কপি প্রয়োজন হবে।

কার্যক্রম চালুর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ,দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবদুল আওয়াল, শ্রম কাউন্সিলার হাজেরা সাব্বির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন ও তার ছোট ছোট ভাই শওকত হোসেন, মেয়ে ডা. তাজপিয়া হোসেন, ছেলে তামিদ হোসেন।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ আবু তাহের তারেক, ক্রীড়া সম্পাদক রিয়াদ বিনসহ প্রমুখ।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF