চট্টগ্রাম, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সয়াবিনের সরবরাহ মূল্য কমেছে

প্রকাশ: ৩১ মে, ২০২৩ ১১:২৪ : পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে। মঙ্গলবার (৩০ মে) শিকাগো বোর্ড ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শস্য রপ্তানির প্রতিযোগিতা বেড়েছে। এতে চাপে পড়েছে সয়াবিনের বাজার।

তারা আরও বলেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের শস্য উৎপাদন অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।এতে উৎপাদন বৃদ্ধি পেতে পারে বলে আশা জেগেছে। তেলবীজটির দরে যা নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

 

এদিন সিবিওটিতে আগামী জুলাইয়ের সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৪০ সেন্ট। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ ডলার ৯৬ সেন্টে। আগের কার্যদিবসের চেয়ে যা বেশ কম।

বিশ্বের অন্যতম শীর্ষ সয়াবিন উৎপাদনকারী যুক্তরাষ্ট্র। দেশটির মধ্য-পশ্চিম অঞ্চলে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এতে স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে তেলবীজটি রোপণ করছেন কৃষকরা।

আসছে মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেটি সঠিকভাবে বেড়ে উঠবে। তাতে উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

 

ইউএস সরকার জানিয়েছে, দেশটিতে রেকর্ড সয়াবিন উৎপাদনে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে ২০২৩-২৪ বিপণন বছরে বিশ্ববাজারে সরবরাহ বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্যাপক পরিমাণ সয়াবিন সরবরাহ বাড়িয়েছে আরেক শীর্ষ উৎপাদনকারী ব্রাজিল। তাতে আরও চাপে পড়েছে সয়াবিনের দাম।

 

Print Friendly and PDF