চট্টগ্রাম, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন

প্রকাশ: ৩১ মে, ২০২৩ ১১:১৯ : পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে তেলের ব্যাপক দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেশটির জাতীয় ঋণ সীমা চুক্তি পাস হবে কিনা-এ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দাম আরও নিম্নমুখী হয়েছে। মঙ্গলবার (৩০ মে)  যার মূল্য হ্রাস পেয়েছে ৪ শতাংশেরও বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষদিকে বৈঠকে বসবে তেল উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস। এর আগে জ্বালানি পণ্যটি উত্তোলন নিয়ে ভিন্ন বার্তা দিয়েছে প্রধান উৎপাদকদরা। এতে বিশ্ববাজারে সরবরাহের দৃষ্টিভঙ্গি মেঘাচ্ছন্ন করেছে।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৩ ডলার ৫০ সেন্ট বা ৪ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৩ ডলার ৫৭ সেন্টে।

 

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর নিম্নমুখী হয়েছে ৩ ডলার ২৯ সেন্ট বা ৪ দশমিক ৫ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৯ ডলার ৩৮ সেন্টে।

বিশ্বের শীর্ষ তেল ভোক্তা যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় ঋণ সীমা বাড়াতে চাচ্ছে হোয়াইট হাউস ও প্রতিনিধি পরিষদ। তবে এর বিরোধিতা করছেন কিছু কট্টর-ডান রিপাবলিকান আইনপ্রণেতা। ফলে চুক্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ৫ জুন যার ডেডলাইন রয়েছে।

 

 

তবে চুক্তিটি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি।

এরই মাঝে বৈঠকে বসবে ওপেকভুক্ত দেশগুলো। তেলের দাম বেশ কমেছে। ফলে তারা আরও উত্তোলন কমাবে কিনা, এ নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাননি ব্যবসায়ীরা।

 

Print Friendly and PDF