চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় কবির পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

প্রকাশ: ১২ মে, ২০২৩ ৫:২৩ : অপরাহ্ণ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ ও সংগীতশিল্পী কল্যাণী কাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ মে) সকালে কলকাতায় মারা যান তিনি। কল্যাণী কাজী দীর্ঘদিন অসুস্থ এবং বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন।

জানা গেছে, গত নভেম্বর থেকে কলকাতার যোধপুর পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কল্যাণী। পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তায় কলকাতার মাল্টিসুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

এদিকে, কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, বিখ্যাত এ নজরুল গীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরনীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সংগীতে অসামান্য অবদানস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে কল্যাণী কাজীকে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন

 

 

 

সূত্র:বৈশাখী টিভি অনলাইন

Print Friendly and PDF