প্রকাশ: ৫ মে, ২০২৩ ৭:১৯ : অপরাহ্ণ
স্টাপ রিপোর্টার
চট্টগ্রাম শহরের লালখান বাজার হাই লেভেল রোড় এলাকায় এক কলেজ ছাত্রীকে অপহরনের চেষ্টার ঘটনা ঘটেছে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর পিতা ডবলমুরিং থানায় একটি অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী সরকারি কমার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী, এবং স্থানীয় বাসিন্দা নাছির মিয়ার মেয়ে । ভুক্তভোগী কলেজছাত্রী পিতা জানান ,তার মেয়ে হাই লেভেল রোড দিয়ে আসা যাওয়ার সময় কতিপয় বখাড়ে প্রায় তাকে উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো।
তার প্রস্তাবে রাজী না হওয়ায় গত বুধবার বিকালে প্রাইভেট পড়ে আসার সময় হাই লেভেল রোড়ের মোডে পৌঁছালে পিচ্ছি হানিফ ও তার সহযোগীরা তাকে অপহরণ করার চেষ্টা করে। তারা আমার মেয়েকে টেনে হিঁচড়ে গাড়ীতে তুলে নেওয়ার চেষ্টা করে।
এসময় মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনায় মেয়েটি পরিবার অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।