চট্টগ্রাম, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাইকে উড়িয়ে দিলো বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটাররা

প্রকাশ: ১ মে, ২০২৩ ১০:৪৫ : পূর্বাহ্ণ

ভারতের ‌মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে একমাত্র তিনদিনের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। ব্যাটে-বলে তিনদিনেই দাপট দেখিয়েছে বাংলাদেশের  ক্ষুদে ক্রিকেটাররা।

রোববার (৩০ এপ্রিল) সফরকারী শিক্ষার্থীরা ইনিংস ও ১৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে প্রথম ইনিংসে স্বাগতিক মুম্বাই বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের বোলিং তোপে মাত্র ১৯০ রানে অলআউট হয়। জবাবে দুই সেঞ্চুরিতে আট উইকেটে ৪৪৬ রান করে সফরকারীরা। ২৫৬ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হয়।

 

 

বৃষ্টিবিঘ্নিত দিনে দুই উইকেটে চার রানে দিন শুরু করে মাত্র ৭৭ রান যোগ করেই সব উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ চার উইকেট নেন শেখ ইমতিয়াজ।এছাড়া তিন উইকেট নেন সাইমুন রাতুল। এর আগে সামিউন বশির রাতুল (১০৫) ও দেবাশীষ সরকারের (১০১) সেঞ্চুরিতে জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। এছাড়া রিফাত বেগ ৯২ রানে আউট হয়ে আট রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF