চট্টগ্রাম, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি

প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৩ ১১:৪২ : পূর্বাহ্ণ

বিরল ঘটনার সাক্ষী হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। মরুঝড়ের দেশ সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি । দেশটির কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্টর্ম সেন্টারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় এক বাসিন্দা বাইরে বের হয়ে শিলা কুড়িয়ে নিচ্ছেন। তিনি হাতে থাকা শিলাগুলো ক্যামেরায় দেখাতে থাকেন। এরপর তাঁর পেছন থেকে আরেক বাসিন্দাও তাঁর হাতে থাকা শিলাগুলো দেখাতে থাকেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ফাহাদ মুহাম্মদ নামের এক বাসিন্দা কাদাপানির স্রোতের পাশে জমে থাকা শিলার ওপর হাঁটছেন। এরপর তিনি নিচু হয়ে গোলাকৃতির শিলাগুলো কুড়াতে শুরু করেন। সেগুলো হাতে নিয়ে ক্যামেরার কাছে এসে বিরল এ দৃশ্য দর্শকদের উদ্দেশে দেখাতে থাকেন তিনি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলেছে, গত বৃহস্পতিবার হাত্তা (দুবাই) ও খাত্ততে ভারী বৃষ্টি হয়েছে। জনগণকে বিপর্যয়পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে কমলা ও হলুদ সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

Print Friendly and PDF