প্রকাশ: ২ এপ্রিল, ২০২৩ ১২:০৮ : অপরাহ্ণ
শিল্পীদের যেকোনো আইনি প্রক্রিয়ায় সহায়তা করার লক্ষ্যে নতুন উদ্যোগ হাতে নিয়েছে টিভি নাটকের সংগঠন ‘বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘ’। সংগঠনটি তাদের শিল্পীদের জন্য ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি আইনি সেল গঠন করেছে।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে অভিনয় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। শিল্পীদের আইনি সহায়তা দিতে এই টিমে থাকছেন ৩ জন আইনজীবী। এছাড়াও পরামর্শক হিসেবে থাকছেন বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন।
আর এই পুরো টিমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। সংবাদ সম্মেলনে এমনটাই জানান সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম।
আহসান হাবিব নাসিম বলেন, ‘আমাদের অভিনয়শিল্পী সংঘের সদস্যের সংখ্যা প্রায় ১২শ। এর মধ্যে ৬০ শতাংশের বেশি নারী। আবার সদস্য নন, এমন নারীও অনেক। আমরা দীর্ঘদিন ধরে দেখছি, একজন নারী শিল্পী যখন কোনো বুলিং বা হয়রানির মধ্যে পড়েন, তখন একাই বিষয়টা মোকাবিলা করতে যান। ওই সময় তাকে অনেক স্ট্রাগল করতে হয়। নানা রকম হুমকিধামকিও চলে।
‘পুরুষ শিল্পীদের ক্ষেত্রেও এরকমটা দেখা যায়। একজন শিল্পীর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে, তখন সেটা সামাজিকভাবে চারদিকে বেশি ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি যেন সম্মিলিতভাবে মোকাবিলা কর যায়, সেজন্যই আমরা একটি লিগ্যাল উইংস গঠন করেছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, আইন, অভিনেত্রী ডলি জহুর, তনিমা হামিদ, সাদিয়া জাহান প্রভা, মৌসুমী হামিদ, জ্যোতিকা জ্যোতি, সুজাত শিমূলসহ অনেকে।