চট্টগ্রাম, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিজিবি টহল দলের ওপর হামলা, চোরাকারবারি নিহত

প্রকাশ: ১ এপ্রিল, ২০২৩ ১১:২১ : পূর্বাহ্ণ

নেত্রকোণায় দুর্গাপুরে বারোমারি সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন বিজিবি সদস্যসহ আরও ২ জন।

শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজনের মৃত্যু হয়।

 

 

এ বিষয়ে জানতে চাইলে ৩১ বিজিবির লে. কর্নেল মো. আরিফুর রহমান বলেন, রাতে বর্ডারে চোরাই মাল পাচার হওয়ার খবর পেয়ে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল জোরদার করে। তখন চোরাকারবারিদের সঙ্গে জওয়ানদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক জওয়ান গুরুতর আহত হন। পরে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায় বিজিবি।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF