চট্টগ্রাম, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রকাশ: ২৩ মার্চ, ২০২৩ ১০:৩৬ : পূর্বাহ্ণ

সিরিজের প্রথম দুই ওয়ানডের ন্যায় দাপট ধরে রাখার লক্ষ্য নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ৬০ বলে অপরাজিত ১০০ রানের সুবাদে ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রানে সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক।

 

সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে বুধবার (২২ মার্চ) দলীয় অনুশীলন করে টাইগাররা। এদিন মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। এছাড়া ব্যাট হাতে ছন্দে না থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

এদিকে, শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাসুম আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ইনজুরি থেকে ফেরা মিরাজ। এছাড়া হাসান মাহমুদের পরিবর্তে দলে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে। এদিকে, সিরিজের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই সুযোগ পাননি জাকির হাসান। শেষ ম্যাচে তাই একবার সুযোগ পেতে পারেন বাঁহাতি এ ব্যাটার। তবে সেক্ষেত্রে জায়গা ছাড়তে হবে ইয়াসির আলী রাব্বিকে।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি/জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF