চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যায়নি

প্রকাশ: ২২ মার্চ, ২০২৩ ১১:২৯ : পূর্বাহ্ণ

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (২১ মার্চ) দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে আল আরাবিয়া

 

এর ফলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে। মুসলিমরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আরবি ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিন হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই আরবি ক্যালেন্ডারের নবম এই মাস রমজান মাস শুরু হয়

 

বিশ্বের ১৮০ কোটির বেশি মুসলিম রমজান মাসে রোজা পালন করেন। মুসলিমরা সিয়াম সাধনার এই মাসটিকে আত্মিক পরিশুদ্ধির অংশ হিসেবে বিবেচনা করে। এই মাসেই পবিত্র কুরআন নাজিল হওয়া শুরু হয়।

 

প্রসঙ্গত, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা পালন অন্যতম। প্রত্যেক সুস্থ ও সবল মুসলিমের জন্য রোজা পালন ফরজ। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণে বের হওয়া ব্যক্তি ও গর্ভবতী বা হায়েজ হওয়া নারীরা এক্ষেত্রে বিশেষ ছাড় পেয়ে থাকেন।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF