চট্টগ্রাম, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারপোলের রেড নোটিশ জারির খবরে ‘দোয়া’ চাইলেন আরাভ খান

প্রকাশ: ২১ মার্চ, ২০২৩ ৬:০৩ : অপরাহ্ণ

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল ইন্টারপোলের কাছে। কিছুক্ষণ আগে জানতে পেরেছেন সেটা করেছে ইন্টারপোল। আর সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করে দুবাই থেকে দোয়া চেয়েছেন আরাভ।

 

এদিকে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার তথ্য বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশ হলে তা দৃষ্টি এড়ায়নি আরাভের। তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি’ সংক্রান্ত একটি সংবাদের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ আপনিই পারেন একমাত্র আমাকে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে।’

 

এরপরই তিনি লেখেন, ‘বাংলা ভাষার যত মানুষ আছে আমি সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি। এই মুহূর্তে আমার দোয়ার প্রয়োজন।’

 

এদিন দুপুর ৩টার দিকে ফেসবুকে এসব এ পোস্ট দেয়ার প্রায় ঘণ্টাখানেক পর আরও একটি পোস্ট দেন আরাভ। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার চ্যানেল 24 এর একটি পোস্টর শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ আপনি সহায় হোন।’

 

এদিকে ফেসবুকে আরাভের এমন পোস্টে নেটিজেনরা ধারণা করছেন, আরাভ তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার খবরে বিচলিত। শিগগিরই গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় রয়েছেন আরাভ।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF