চট্টগ্রাম, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তিন ধাপে ৫ সিটির নির্বাচন, প্রতি ধাপে ১২ দিনের ব্যবধান

প্রকাশ: ১৫ মার্চ, ২০২৩ ২:২৫ : অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী ২৩ মে’র পর ২৯ জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সচিব মো. জাহাঙ্গীর আলম।

 

বুধবার (১৫ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হাবে।

এছাড়া ২৩ মে’র পর থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রতি ধাপে থাকবে ১২ দিনের ব্যবধান।

 

দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হতে আর সাড়ে সাত মাস বাকি রয়েছে। নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF