চট্টগ্রাম, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে রিয়াল

প্রকাশ: ৬ মার্চ, ২০২৩ ১০:৪৮ : পূর্বাহ্ণ

লা লিগার ম্যাচে একই রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই দল যখন নিজেদের ২৪তম ম্যাচ খেলতে নামে তখন তাদের পয়েন্ট ব্যবধান ছিল ৭ এর। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ পারলো না পয়েন্ট ব্যবধান কমাতে। উল্টা আরও এগিয়ে গেল বার্সেলোনা।

রোববার (৫ মার্চ) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সা জয় পেলেও রিয়াল বেতিসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। গোল শূন্য ড্র শেষে ৯ পয়েন্টে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পিছিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচটির প্রথমার্ধে লক্ষ্যে ছিল না কোনো শট। বিরতির পর অবশ্য প্রবলভাবে চেষ্টা চালায় রিয়াল। কিন্তু জালের দেখা পেলেন না করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়ররা। অসংখ্য সুযোগ হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল স্পেনের সফলতম দলটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল কার্লো আনচেলত্তির দল। লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হারে তারা।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF