চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সতীর্থদের কাছে যা চাইছেন বাবর

প্রকাশ: ৫ মার্চ, ২০২৩ ১১:১৫ : পূর্বাহ্ণ

এশিয়া কাপ কি পাকিস্তানে হবে? ভারতে কি ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান? এই সব প্রশ্নের উত্তর নির্ভর করছে দু’দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের ওপর। অনিশ্চয়তা, প্রশ্নচিহ্ন থাকলেও পাকিস্তানের অধিনয়াক বাবর আজমের লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ। এখন থেকেই প্রস্তুতি এবং পরিকল্পনা শুরু করে দিতে চান এই ব্যাটার।

 

১৯৯২ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি পাকিস্তান। এবার শিরোপার খরা কাটাতে চান বাবর। ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করাই এখন তার প্রধান লক্ষ্য।

২০২২ সালে আইসিসির বিচারে এক দিনের ক্রিকেটে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন পাক অধিনায়ক। বাবর এখন ব্যস্ত রয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন বাবর।

 

বাবর আজম বলেন, ‘আমরা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছি। এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য আমাদের। চেষ্টা করব মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে প্রতি ম্যাচেই দলকে একটা ভালো শুরু দিতে। জানি, প্রতি ইনিংসে বড় রান করা সম্ভব নয়। তাই দল শুধু আমাদের দু’জনের উপর নির্ভর করলে হবে না। সকলে ভালো খেলার চেষ্টা করতে হবে। রান করার চেষ্টা করতে হবে মিডল অর্ডার ব্যাটারেরও।’

 

দবে কি দলের মিডল অর্ডারের উপর আস্থা নেই? মানতে চাননি বাবর। তিনি বলেন, ‘একদমই তেমন নয়। আমরা দু’জন ছাড়া দলে আরও ক্রিকেটার রয়েছে। সকলেই চায় ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্স করতে। জানি ওরা কতটা মরিয়া থাকে ভালো রান করার জন্য।’

নেতৃত্বের প্রভাব পড়ছে বাবরের ব্যাটিংয়ে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এমনই মনে করেন। টানা কয়েকটি ইনিংসে রান পেলেই শুরু হয় সমালোচনা। এ সব নিয়ে চিন্তিত নন তিনি। বাবর বলেছেন, ‘সমালোচনা চলতেই থাকবে। সকলে আপনার সমর্থনে কথা বলবে এমন হওয়া সম্ভব নয়। আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করি।’

 

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করলেও পিএসএলকেও গুরুত্ব দিচ্ছেন বাবর। বলেছেন, ‘পেশোয়ার জালমির হয়ে ভালোই কাটছে সময়টা। কিছু ভুলের জন্য আমরা কয়েকটা ম্যাচ জিততে পারিনি। আশা করছি পরের ম্যাচগুলিতে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারব।’

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF