চট্টগ্রাম, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জোড়া শূন্যের বিব্রতকর রেকর্ডে বাশার-লতিফ-টেলরের সঙ্গী বাভুমা

প্রকাশ: ২ মার্চ, ২০২৩ ১০:৩১ : পূর্বাহ্ণ

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে দুই বল খেলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। এরপর দ্বিতীয় ইনিংসেও রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে বিব্রতকর এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

টেস্ট ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে এক ইনিংসেও রানের দেখা পাননি তিনি। এই লজ্জার রেকর্ডে বাভুমা পাশে পাচ্ছেন অস্ট্রেলিয়ার মার্ক টেলর, পাকিস্তানের রশিদ লতিফ ও বাংলাদেশের হাবিবুল বাশারকে।

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই জোড়া শূন্য মারার বিব্রতকর রেকর্ড এত দিন ছিল ২৪ জন অধিনায়কের। আর টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই এমন লজ্জার রেকর্ড ঘটায় ৩ জন। বাভুমার জোড়া শূন্যের কল্যাণে গত রাতে সংখ্যা দুটি বেড়ে দাঁড়িয়েছে ২৫ ও ৪-এ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক বাভুমার হতাশার দিনে ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। বুধবার (১ মার্চ) টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের উইকেট পড়েছে ১৬টি।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস

৮৬.৩ ওভারে ৩৪২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস

৬৯ ওভারে ২১২

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস

৮.১ ওভারে ৪৯/৪ (২য় দিন শেষে)

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF