চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের বিরুদ্ধে ‘স্যাংকশন’ আরোপের ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩ ৪:৪৫ : অপরাহ্ণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘দুরভিসন্ধিমূলক’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে ‘স্যাংকশন’ আরোপের ক্রমাগত ষড়যন্ত্র করছে বিএনপি।

শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। ‘সরকার পালানোর পথ পাবে না’ বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা তাদের মুখে মানায় না।

বিবৃতিতে তিনি আরও বলেন, ইউরোপে যুদ্ধের কারণে সারা বিশ্বে তেল-গ্যাসের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। যে কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।

Print Friendly and PDF