চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩ ১:১০ : অপরাহ্ণ

রাঙামাটির দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙামাটি সেনা রিজিয়ন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন। এ সময় রাঙামাটি জেনারেল স্টাফ অফিসার মেজর মো. পারভেজ রহমান, মেজর খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন বলেন, সেনাবাহিনী জাতি- ধরটি- বর্ণ নির্বিশেষে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এ ক্ষুদ্র চেষ্টা।

তিনি আরও বলেন, রাঙামাটি রিজিয়নের এ শান্তি সম্প্রীতি উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

পরে রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন রাঙামাটির পাহাড়ি বাঙালী প্রায় ৩০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ, নগদ অর্থ ও ঢেউটিন, সেলাইমেশিন বিতরণ করেন।

Print Friendly and PDF