প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪৯ : অপরাহ্ণ
‘মন্ত্রী হিসেবে আমি কোনো দুই নম্বর কাজ করি না, আমি কোনো পার্সেন্টিজ খাই না। তাই মন্ত্রণালয়ে কাজ না করলে কেউ আমার কাছে প্রশ্রয় পায় না’; এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিচার না হলে শাস্তি না হলে সড়ক দুর্ঘটনা ঘটেই যাবে। আগামী জুনের আগেই বাস র্যাপিডের কাজ শেষ হবে। তখন আর শহরের এই যানজট থাকবে না, যা এখন অসহনীয়।
নির্বাচন নিয়ে বিএনপির সাথে আনুষ্ঠানিক সংলাপে বসার ইচ্ছে সরকারের এখনও নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই সরকারের চাওয়া। সেই নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা করছে আওয়ামী লীগ। যারা সরকারের অর্জনকে হিংসা করে সমালোচনা করছেন, তারা দেশের ভালো চান না বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের ২২তম কাউন্সিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পদ পাওয়ার জন্য অনেকে এমনভাবে কান্নাকাটি করছে, মনে হচ্ছে পদ পাওয়াই সবকিছু।
সুত্র: যমুনা টিভি