প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২ ১:২৫ : অপরাহ্ণ
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
সম্মেলনে বক্তব্য প্রদানকালে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে বিএনপি ভোট চুরি করে ক্ষমতা দখল করে’। ভোট চোরদের জনগণ ছেড়ে দেয়না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ বিলিয়ে দেয়া হবেনা। কেউ দেশের স্বার্থ নষ্ট করলে তাকে ছেড়ে দেয়া হবে না।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সন্তান দুর্নীতি করে টাকা আয় করতে ক্ষমতায় আসেনি’।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার জেল খাটালেও নির্বাচনে কিছু সংস্কার করে গেছে।
উল্লেখ্য, সম্মেলন উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।