চট্টগ্রাম, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারেকের কুমন্ত্রণায় বিএনপি প্রস্তাবিত ভেন্যু থেকে সরে এসেছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২২ ৩:৫৮ : অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুমন্ত্রণায় দলটি তাদের প্রস্তাবিত ভেন্যু থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে চেয়েছিলেন; কিন্তু তারেক রহমানের কুমন্ত্রণায় এখন তারা তাদের প্রস্তাবিত ভেন্যু থেকে সরে এসেছে।’

তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য সমাবেশ নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাই তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেলেও নয়াপল্টনে করতে চায়। পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার জন্য বিএনপি নেতারাই দায়ী।

সম্প্রতি পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার হুকুমদাতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সরকার সহযোগিতা করেছে; আর সরকারে থাকাকালে আওয়ামী লীগের সমাবেশে হামলা করেছিল বিএনপি।

কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশনের নামে একপেশে আচরণের মাধ্যমে রাজনীতি শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এটা সমীচীন নয়।

Print Friendly and PDF