প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২ ১১:১০ : পূর্বাহ্ণ
‘ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যক্তিগত ফোনে মেসেজ করে পরিচয় দেয় যে, তারা ওমুক ভাইকে মেইনটেইন করে। এটা কেমন কথা?
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যক্তিগত ফোনে মেসেজ করে পরিচয় দেয় যে, তারা বড় গলায় বলে আমি ওমুক ভাইকে মেইনটেইন করি। এটা কেমন কথা? কিসের মেইনটেইন? ভাইকে মেইনটেন করেতে হবে কেন? এ রকম কথা তো এর আগে কখন শুনিনি। মেইনটেইন করবেন তো বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার সততা ও সাহসকে। প্লিজ আমি অনুরোধ করছি, ছাত্রলীগকে সম্পন্ন সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।’
দলের সভানেত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, তিনি দেশের চিন্তা করেন সার্বক্ষণিক। উনি আমাদের ক্রাইসিস ম্যানেজার।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক পথে আছেন। দেশে যে উন্নয়ন হচ্ছে সেটা আজ আন্তর্জাতিক মহলে প্রশংসনীয়।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে মহাসমাবেশ হয় সমাবেশ। আর আওয়ামী লীগের সমাবেশের ডাকে মহাসমাবেশ হয়। এটাই হলো বাস্তবতা। আজকে তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে।