চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: তোফায়েল আহমেদ

প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২২ ৫:১৪ : অপরাহ্ণ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল- এসবই বঙ্গবন্ধুকন্যার কারণে সম্ভব হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, আজকাল একটা স্লোগান দেওয়া হচ্ছে ‘খেলা হবে, খেলা হবে’। আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান নয়, এটা রাজনৈতিক স্লোগান হতে পারে না।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, তারা কথায় কথায় বলে সরকারের পতন। সরকার পতন এতো সহজ? বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত। আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

Print Friendly and PDF