প্রকাশ: ২১ নভেম্বর, ২০২২ ৫:৫৭ : অপরাহ্ণ
সোমবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আদালত থেকে আসামি ছিনতাই করা হয়েছে, চট্টগ্রামে পুলিশ বক্সের ওপর হামলা চালানো হয়েছে, কাঁচপুর ব্রিজের নামফলক পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা আবার জ্বালাও-পোড়াও, নৈরাজ্য শুরু করেছে। বিএনপির মদদ ও পৃষ্ঠপোষকতায় জঙ্গিগোষ্ঠী, সন্ত্রাসী বাহিনী, মৌলবাদীরা আবার ডালপালা মেলেছে।
তিনি আরো বলেন, তারেক জিয়া একটি আতঙ্কের নাম। তার নাম শুনলে ২১ আগস্ট গ্রেনেড হামলা, দুর্নীতিতে পর পর ৫ বার চ্যাম্পিয়ন হওয়া, হাওয়া ভবন, ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের কথা মনে পড়ে। এই দুর্নীতি, সন্ত্রাস-নৈরাজ্য এবং অপশাসনের প্রতীক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। আর ১০ ডিসেম্বর এখানেই কর্মসূচি পালন করবে বিএনপি। এই পাকিস্তানপন্থী বিএনপি নেতারা ঢাকায় জনগণ তাদের আত্মসমর্পণ করাবে। সারাদেশ থেকে সন্ত্রাসী এনে তারা নাশকতা চালাবে, মানুষ তা হতে দেবে না। ’৭১ এ বাংলাদেশের শিল্পী সমাজ, সংস্কৃতিকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল, এবারও এই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য তাদের আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি রফিকুল আলম, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী তারিন জাহান, তানভীন সুইটি, সঞ্জিতা চৌধুরী, সিআইপি ইঞ্জি. আবু নোমান হালদার প্রমুখ।